এম.মনছুর আলম,চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে আবাসিক হোটেলে ও বেসরকারি মেডিকেল হাসপাতালে ১লক্ষ ৮শত টাকা জরিমানা করেছেন।বুধবার(২৫এপ্রিল) দুপুর দেড়টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পৌরশহরের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন।এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবাসিক হোটেল ডি-ফোর থেকে ম্যানেজারসহ ৫নারী-পুরুষকে আটক করেছে। অভিযানকালে থানা পুলিশসহ সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযান ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের কাছে জানতে চাইলে তিনি বলেন,চকরিয়া পৌর শহরের বিভিন্ন পয়েন্টে এলাকায় অভিযান চালিয়ে আদালতের মাধ্যামে ১লক্ষ ৮শত টাকা জরিমানা করা হয়েছে।তিনি বলেন, পৌরশহরের আবাসিক হোটেল ডি-ফোরে অনৈতিক কর্মকান্ডের দায়ে হোটেল কর্তৃপক্ষকে ৫০হাজার টাকা ও হোটেল থেকে অনৈতিক কাজে জড়িত ৪ নারী পুরুষকে জনপ্রতি ২০০টাকা করে ৮শত টাকা জরিমান করা হয়েছে।এছাড়া বেসরকারি প্রাইভেট হাসপাতালে মূল্য তালিকা না টাঙ্গানোর অভিযোগে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।তিনি ধারাবাহিক ভাবে এ অভিযান অব্যাহত রাখবেন বলে জানান।