নুসরাত পাইরিন :
টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ জায়েদ আলম (৩০) নামে রোহিঙ্গা গ্রেফতার  করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার দেখানো তথ্য মতে ব্রিক ফিল্ডের উত্তর-পশ্চিম কোনে ইটের নিচ থেকে ২ রাউন্ড গুলি ভর্তি ২ টি সচল এলজি উদ্ধার করা হয় বলে পুলিশ দাবী করেছে।
তার পরিচয় নং-MRC# ৬০১৭৭। সে ওই ক্যাম্পের উলা মিয়া প্রকাশ গুরা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি মামলা সহ একাধিক মামলা বিচারাধীন আছে।
টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্র গুলি লুকিয়ে রেখেছিল।
তার বিরুদ্ধে অস্ত্র মামলা করে ৫ দিনের পুলিশ রিমান্ডের প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন- পরিদর্শক (অপস) রাজু আহাম্মদ, এস আই সাইদুল ইসলাম, এস আই রাজীব পোদ্দার প্রমুখ। অপরাধরোধে পুলিশী অভিযান অব্যাহত থাকবে বলে ওসি রনজিত কুমার বড়ুয়া জানান।