প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল চকরিয়া পৌরসভা শাখার কর্মী সভা গতকাল ২১ এপ্রিল বিকাল ৫টায় চিরিংগাস্থ মেয়র হাউসে অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া পৌরসভা শ্রমিকদলের আহবায়ক ও কক্সবাজার জেলা সহসভাপতি মো: নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব এম জয়নাল আবদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার। তিনি বলেন, বিএনপির আন্দোলনে অন্যতম সহায়ক শক্তি হচ্ছে শ্রমিকদল। তাই জননেতা সালাহউদ্দিন আহমদের নির্দেশে দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করতে চলমান আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম। তিনি বলেছেন, বর্তমান অবৈধ সরকার তাদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে দেশমাতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলবন্দী করে রেখেছে। শ্রমিকদলের প্রত্যেকটা নেতাকর্মীরা চলমান আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ শিকারের মধ্যদিয়ে দেশমাতা বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করবে।

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক মুহাম্মদ ফখরুদ্দিন ফরায়েজী, যুগ্ম আহবায়ক এম মোবারক আলী, বিশেষ বক্তা ছিলেন কক্সবাজার জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ কুতুবউদ্দিন কমিশনার, কক্সবাজার জেলা শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি মুজিবুল হক চৌধুরী, চকরিয়া উপজেলা শ্রমিকদলের আহবায়ক এসএ জয়নাল আবদীন, চকরিয়া পৌরসভা যুবদলের সভাপতি মাহমুদুল করিম, কক্সবাজার পর্যটন অঞ্চল শ্রমিকদলের সভাপতি খাইরল আমিন, কক্সবাজার হোটেল মোটেল আবাসিক শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আলী, বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা শ্রমিকদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য যথাক্রমে রফিক আহমদ, জামাল উদ্দিন, মনজুর মোর্শেদ, উপজেলা শ্রমিকদলের ১নং যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন লাল্টু, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নিশান, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শরীফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবদলের যুগ্ম আহবায়ক রানা হামিদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসফাতুল ইসলাম তৌহিদ, বাসটার্মিণাল ইউনিট শ্রমিকদলের সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক আলী হোসেন আজাদ, সিনিয়র সহসভাপতি বশিরুল আলম, পৌর ১নং ওয়ার্ড আহবায়ক মো: মনির, ২নং ওয়ার্ড আহবায়ক আবু বক্কর, ৩নং ওয়র্ডের আহবায়ক জাকের হোসেন, ৪নং ওয়ার্ড আহবায়ক নুরুল আমিন, ৫নং ওয়ার্ড যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড আহবায়ক শামসুল আলম, ৯নং ওয়ার্ড আহবায়ক জাফর আলম পেঠান সহ পৌরসভা, ওয়ার্ড ও ইউনিট শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।