আমিনুল কবির:
হঠাৎ বৃষ্টিতে কক্সবাজার শহরের ১২ নং ওর্য়াড লাইট হাউজ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকালে আধা ঘন্টার সামান্য বৃষ্টিতেই এলাকার আশেপাশে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ড্রেনের পানি রাস্তায় উঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

সরেজমিনে দেখা যায়, শহরের লাইট হাউজ এলাকা বেশ কিছু রাস্তায় ড্রেনের কাঁদাযুক্ত পানিতে নিমজ্জিত হয়েছে।

রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টির কারনে ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতে কষ্ট হচ্ছে।

এলাকার বাসিন্দা মো: আব্দু রহিম বলেন, তাদের এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় অল্প বৃষ্টি হলেই রাস্তার উপর দিয়ে কাঁদাযুক্ত পানি চলাচল করে। এতে এলাকার সাধারন জনগন ও ছোট ছোট ছাত্র-ছাত্রীদের চলাচলে দারুণ অসুবিধা হচ্ছে।