স্থানীয়রা বলছে, সন্ত্রাসী শুক্কুর অস্ত্রসহ পুলিশের হাতে আটক হয়েছে। তবে পুলিশ বলছে তার কোন অস্ত্র পাওয়া যায়নি। তাকে জুয়ার আসর থেকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্কুরের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতসহ একাধিক মামলা রয়েছে। সে নিয়মিত সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাওয়ায় ২০০৭ সালে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে তার ডান পায়ে গুলি লাগে। সেই থেকে তাকে ক্রসফায়ার শুক্কুর বলে। এরপরও সে নিজেকে পরিবর্তন না করে বরাবরেই সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। শুক্কুর শহরের চিহ্নিত তালিকাভূক্ত সন্ত্রাসী। সে ছিনতাই ও মাদক ব্যবসা পরিচালনা করেন।