বার্তা পরিবেশক:

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগ দিন ব্যাপী কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে দলীয় কার্যালয়ে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় ও দালীয় পতাকা উত্তলন করা হয়, সকল ৮ ঘটাকায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে পতিকৃতিতে মাল্যাদান করা হয়।

সন্ধ্যা ৭ ঘটিকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বৃক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশ গড়তে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাঙালিদের প্রথম সরকার গঠিত হয়। কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্বপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এ দিনটিই মুজিবনগর দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর একই বছরের ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়। এর পর ১৭ এপ্রিল সকালে মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠালাভ করে।

আজ স্বাধীনতা বিরুধী চক্ররা দেশ বিরুধী বিভিন্ন ষড়যন্ত্র করছে । তাই সকলকে ঐক্যবন্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান যান।

সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহামান চেয়ারম্যান, এড. আমজাদ হোসেন, অবসর প্রাপ্ত লে:কার্ণেল ফোরকান আহমাদ, মাহবুবুল হক মুকুল, এড. রনজিৎ দাশ, কমর উদ্দীন, বাবু উজ্জল কর, হামিদা তাহের, সোহেল আহমাদ বাহাদুর, ইশতিয়াক আহমাদ জয়,

আয়েশা সিরাজ, সভা পরিচলনা করেন আবু তাহের আজাদ

এই উপস্থিত ছিলান কানিজ ফাতেমা, মোস্তাক, নাজনীন সরওয়ার কাবেরী, ইঞ্জি: বদিউল আলম, এড. ফরিদুল আলম, অধ্যপক চন্দন শর্মা, ইউনুচ বাঙালী, সোনা আলী, বদরুল হাসান মিল্কি, জিএম কাশেম, শহিদুল হক সোহেল, তাহমিনা চৌধুরী লুনা, ওসমান গনি পৌর আওয়ামী লীগ নেতা ডা: পরিমল দাশ, নাজমুল হোসাইন ,সেলিম নেওয়াজ ,রফিক মাহমুদ ,এ. বি ছিদ্দিক খোকন, শাহেনা আক্তার পাখি, জাফর আলম, খোরশেদ আলম রুবেল, সেলিম ওয়াজেদ, ক্তানে আলম পুতু।

পবিত্র কোরান তেলোয়াত করেন নুরুল আলম সরকার।