আবদুর রাজ্জাক,কক্সবাজার :
কক্সবাজার সদরের খরুলিয়া দরগাহ গেইটে ৭ বছরের এক মাদ্রাসা পড়ুয়া এক ছাত্র (সংগত কারণে নাম প্রকাশ করা হল না) বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় গতকাল ১৭ এপ্রিল ছাত্রের পিতা  বাদী হয়ে দরগাহ পাড়া এলাকার মৃত হাফেজ আহমদের পুত্র হাকিম মিয়া(২৮) কে প্রধান অভিযুক্ত করে ৫ জনের বিরুদ্ধে সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,গত ১১ এপ্রিল দুপুর ২ ঘটিকার সময় ঝিলংজা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড়ের মুক্তারকুল এলাকার ওবাইদুল করিমের ৭ বছরের শিশু খরুলিয়া মা আরিফুল কোরআন মাদ্রাসার ছাত্র (সংগত কারণে নাম প্রকাশ করা হল না) মাদ্রাসা হতে বাড়ি আসার পথিমধ্যে কক্সবাজার সদরের খরুলিয়া দরগাহ গেইটের পূর্ব পার্শ্বে পৌছলে ঝিলংজা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড়ের খরুলিয়া দরগাহ পাড়া এলাকার  মৃত হাফেজ আহমদের পুত্র হাকিম মিয়া (২৮), সুলতান আহমদ,নুরুল আলম ও আদুল হাকিম ৭ বছরের ওই শিশুকে তোমার সাথে কথা আছে বলে তাদের বাড়িতে নিয়ে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে জোর র্পুবক বলাৎকার করে। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে নরপশুরা পালিয়ে যায়। পরে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে এই ঘটনাটি নরপশুদের অভিভাবককে জানালে তারা কালক্ষেপন করে বিষয়টি এড়িয়ে গেলে কোন উপায়ন্ত না দেখে অবশেষে শিশুর পিতা ওবাইদুল করিম গতকাল মঙ্গলবার (১৭ এপ্রিল) অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করলে উপজেলা নির্বাহী অফিসার নোমান হোসেন প্রিন্স প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সদর মডেল থানার অফিসার ইনর্চাজকে নির্দেশ প্রদান করেন।