হাবিবুর রহমান সোহেল, নাইক্ষ্যংছড়ি :
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ানের ৫ নং ওয়ার্ডের তুলাতলি গ্রামের বকেয়া নামক এক অসহায় মহিলার ৩ বছরের শিশু সন্তানটি পেরাগ খেলে এখন মৃত্যু পথ যাত্রী। গর্জনিয়া বাজার মসজিদ মার্কেট মেসার্স মায়েশ মনি মেডিকেলের ডাক্তার শফিক আহম্মদ জানান, শিশুটির পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে ওই স্টিলের প্যারাগটি শিশুটির তলপেটের প্রস্রাবের রাস্তার সাথে আটকে গেছে। তাকে দ্রুত অপরেশন করানো না হলে বাচানো দায় হবে। এই জন্য এলাকার শ্রমিক লীগ সভাপতি আবু তালেব সিকদার ও ইউনুছ মেম্বার জানান, ককসবাজার জেলার সকল বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে ওই নিস্পাপ শিশুটি কে বাঁচানো যাবে। কেউ সাহায্যের হাত বাড়াতে চাইলে গর্জনিয়া বাজার মেসার্স মায়েশ মনি মেডিকেলে বা সাংবাদিক হাবিবুর রহমান সোহেলের মোবাইল নং ০১৮৪৯৮৩৮৪১২ (বিকাশ) যোগাযোগ করার অনুরোধ করা গেল। শিশুটির মা বকেয়া বলেন, আমি বড় অসহায়, আমার ছেলেটা আমার এক মাত্র সম্পদ। আপনাদের সহযোগিতা কামনা করছি।
আসুন আমারা এই শিশুটিকে বাচাতে,সহযোগিতার হাত বাড়াই।