শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর :
কক্সবাজার সদরের ইসলামাবাদে বন্যহাতির আক্রমনে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।১৬ এপ্রিল বেলা ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে ইউনিয়নের পূর্ব গজালিয়া রাজঘাট বিটের জঙ্গলে। নিহত মোঃ কালো (৫৫) পার্শ্ববর্তী ইসলামপুর ইউনিয়নের কৈলাশের ঘোনার আজম উল্লাহর পুত্র। তবে তিনি স্ব পরিবার নিয়ে রাজঘাট বিট অফিসের পাশে বসাবাস করতেন।স্থানীয় এমইউপি সিরাজুল ইসলাম জানায়,দরিদ্র কাঠুরিয়া কালো জঙ্গল থেকে ছোট ছোট কাঠের ঢাল থেকে ঝাড়ু সংগ্রহ করতে গিয়েছিল।এ সময় একটি বন্যহাতি তাকে আক্রমন করলে গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিন প্রশাসনিক প্রক্রিয়া শেষে দাফনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানায় মেম্বার সিরাজুল ইসলাম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।