যুগান্তর :
পায়জামা – পাঞ্জাবি ও টুপি পরে হুজুরের বেশ ধরে ইয়াবা পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ হাজার ৮০০ ইয়াবা।
সোমবার ভোরে নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজারের ব্রিজঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নোয়াখালীপাড়ার রশিদ আহমদ (৬০) ও একই এলাকার ফরিদ আহমদ (৫২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রামের উপপরিচালক (মেট্রো) শামীম আহমেদ জানান, এ দুজন দীর্ঘদিন ধরে হুজুর বেশে মাদকের ব্যবসা করে আসছেন। অথচ তারা হুজুর নয়; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতেই তারা এ ছদ্মবেশ ধারণ করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নগরীর ফিরিঙ্গিবাজার এলাকা থেকে ওই দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৮০০ ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।