মোঃ আবু সায়েম :

পর্যটন শহর কক্সবাজারকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে কক্সবাজার জেলা পুলিশ কর্তৃক শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সিসি টিভির স্থাপনের আওতায় নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হয়। এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ, কক্সবাজার শাখা। রবিবার বেলা ১ টার দিকে জেলা পুলিশ সুপারের আহবানে সাড়া দিয়ে সিসি টিভি ক্যামেরা স্থাপনের জন্য একটি চেক জেলা পুলিশ সুপার ড. এ.কে এম ইকবাল হোসেন এর নিকট হস্তান্তর করেন সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ কক্সবাজার শাখার ব্যবস্থাপক মহি উদ্দীন। এ সময় সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ কক্সবাজার শাখা ব্যস্থাপক মহি উদ্দীন বলেন কক্সবাজার জেলার পুলিশ সুপারের এই ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। পর্যটন নগরী হিসাবে খ্যাত কক্সবাজারে আগত পর্যটক এবং স্থানীয় জনগনের নিরাপত্তার জন্য প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি টিভি ক্যামেরা স্থাপনের জন্য পুলিশ সুপারের এ মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। পর্যটন নগরী কক্সবাজারকে অপরাধ মুক্ত এবং নিরাপত্তার চাদরে আচ্ছাদিত করার জন্য বেসরকারী সংস্থা, এবং হোটেল মোটেল সহ সকল বিত্তবানদের এ মহতি কাজে প্রত্যক্ষভাবে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় পুলিশ সুপার ড. এ.কে. এম ইকবাল হোসেন বলেন, এ ধরনের কর্মকান্ডের সুফল ভোগ করবেন আগত পর্যটক এবং বিশেষভাবে কক্সবাজারে বসবাসরত স্থানীয় বাসিন্দারা। আমি মনে করি, শহরে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যদি সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয় তাহলে, সকল ধরনের অপরাধ অনেকাংশে কমে যাবে, এবং এ ধরনের ডিজিটাল প্রযুক্তির ফলে চোর এবং ছিনতাইকারীরা চুরি ও ছিনতাই বন্ধ করে দিবেন, ফলশ্র“তিতে তারা আলোর মুখ দেখবেন।

উক্ত চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল ইসলাম এ এস পি সদর, ইউনিয়ন ব্যাংক লিঃ কক্সবাজার শাখার ব্যবস্থাপক মোহাঃ আব্দুল আজিজ, ব্যাংক এশিয়া লিঃ কক্সবাজার শাখার ব্যবস্থাপক মোঃ গিয়াস উদ্দীন, দ্যা গুড মর্ণিং ও এশিয়া বাণীর কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ আবু সায়েম এবং সোস্যাল ইসলামী ব্যাংক কক্সবাজার লিঃ এর কর্মকর্তা শাহরিয়ার সিফাত প্রমুখ।