ডেস্ক নিউজ:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)একটি মাত্র রোহিঙ্গা পরিবারকে ফিরিয়ে নেওয়ার ঘটনাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রবিবার (১৫ এপ্রিল) ঢাকা চেম্বারে আয়োজিত ব্যবসায়ী সমিতিগুলোর সঙ্গে সভার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। তার ভাষ্য, ‘যে পরিবারকে ফিরিয়ে নেওয়া হয়েছে, তারা থাকতো নো-ম্যানস ল্যান্ডে। বাংলাদেশের ক্যাম্পে তারা আসেইনি।’
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, নো-ম্যানস ল্যান্ডে অন্তত ছয় হাজার পরিবার এখনও মানবেতর জীবনযাপন করছে। তিনি বলেন, ‘ছয় হাজারের মধ্যে মাত্র একটি পরিবারকে ফেরত নেওয়া হাস্যকর। আমরা আশা করি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ফেরত নেবে মিয়ানমার সরকার।’
আসাদুজ্জামান খাঁন কামালের কথায়, ‘বাংলাদেশে ১১ লাখের বেশি রোহিঙ্গা এসেছেন। তাদের বায়োমেট্রিক নিবন্ধন হয়েছে। এসব রোহিঙ্গার তথ্য আমরা মিয়ানমার সরকারের কাছে দিয়েছি।’

এদিকে ব্যবসায়ীদের সঙ্গে রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।