সেলিম উদ্দীন, ঈদগাঁও:
চকরিয়া উপজেলার খুটাখালীর বেসরকারী উন্নয়ন সংস্থা ইন্টিমেইট ডেভলাপমেন্ট সোসাইটি (আইডিএস) বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ এপ্রিল) উপজেলার ইনানী রিসোর্ট সম্মেলন কক্ষে সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খালেদ মুর্শেদ হিরু।
সংস্থার সেক্রেটারী জেনারেল সাইফুর রহমানের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিচালক আবদুল খালেক।
এতে পরিচালকদের মধ্যে সাইফুল ইসলাম, আবদুল খালেক, শাহজাহান চৌধুরী, আবু কাইছার, আবু তাহের, হুমায়ুন কবির, আয়ুব খাঁন মিন্টু, জানে আলম চৌধুরী, হেলাল উদ্দীন, সালোয়া আরাফা, রাশেদ লতিফ ও হামিদুর রহমান সংস্থার উন্নয়নশীল বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। সভায় বার্ষিক আয়-ব্যায় ও বাজেট বিবরনী পাঠ করেন সেক্রেটারী জেনারেল সাইফুর রহমান। এসময় উপস্থিত সকলের কন্ঠ ভোটে তা গৃহিত ও পাশ করা হয়।
সভায় দুপুরের মধ্যহ্ন ভোজের পর দ্বিতীয় অধিবেশনে পরিচালকদের উপস্থিতিতে সরাসরি গোপন ভোটের মাধ্যমে কার্যকরী কমিটি গঠন করা হয়।
এতে সর্ব্বোচ ভোট পেয়ে খালেদ মুর্শেদ হিরু পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন।
এছাড়া আবদুল খালেক ভাইস চেয়ারম্যান, হুমায়ুন কবির সেক্রেটারী জেনারেল, আযুব খাঁন মিন্টু অর্থ সম্পাদক, নির্বাহী সদস্য পদে আবু তাহের, শাহজান চৌধুরী, সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কার্যকরী পরিষদ আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবে।