এম আবুহেনা সাগর, ঈদগাঁও:
ককসবাজার সদরের ঈদগাঁও মেহেরঘোনা রেঞ্জের বাফার জোন (১ -১৫ সাল) প্লটের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্লিল সকাল নয়টায় স্থানীয় মেহেরঘোনা রেঞ্জে প্লট সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-মেহেরঘোনা বিট কর্মকতা মোহাম্মদ আশরাফুল ইসলাম।
মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন- বন প্রহরী আবদুল মালেক, ভিলেজার আবু তাহের, প্লট সাধারন সম্পাদক আবদু শুক্কুর, সাবেক মেম্বার ছুরুত আলম, ছানা উল্লাহ, কাউসার, আবদু রহমান, আবুল কাসেম, ছৈয়দ আকবর, আবুল হোসন, শাহাদত হোসেন, মাহমুদ আল মক্কী, মুজিবুর বহমান, রবিউল আলম, জাবের, ছওয়ার কামাল, গুরামিয়া প্রমুখ।
সভায় উপকারভোগী নারী পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিট কর্মকতা মোহাম্মদ আশরাফুল ইসলাম প্লট বা বাগান রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানানোর পাশাপাশি চোরের কবল থেকে গাছ রক্ষার লক্ষে ঐক্যবদ্ব হওয়ার আহবান জানান।