আবদুল মজিদ ,চকরিয়া :

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন শাখার সম্মেলন গতকাল ১৩ এপ্রিল বিকাল ৩টায় বরইতলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধক ছিলেন চকরিয়া উপজেলা শ্রমিকদলের আহবায়ক ও জেলা শ্রমিকদলের সহসভাপতি এসএ জয়নাল আবেদীন। উদ্বোধনকালে তিনি বলেছেন, মিথ্যা মামলায় কারাবন্ধী দেশ মাতা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী ও নির্বাচন আন্দোলনের জন্য শ্রমিকদল নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

ইউনিয়ন শ্রমিকদলের আহবায়ক আবদু ছমদের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবদীন জনু (এমইউপি)’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সহসভাপতি ও বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম মঈনু, চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এম ইব্রাহিম খলিল কাঁকন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মহিউদ্দিন পুতু, প্রধান বক্তা ছিলেন উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মনজুর আলম, অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান জাস্টিস, উপজেলা ছাত্রদলের আহবায়ক ছাত্রনেতা মিনহাজ উদ্দিন, সদস্য সচিব ওবাইদুল্লাহ নুর ছিদ্দিকী, চকরিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মানিক, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজিজুর রহমান টিপু, উপজেলা শ্রমিকদলের ১নং যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন লাল্টু,উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো: জকরিয়া, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ আবদুল ওয়াদুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা আবদুল্লাহ আল নোমান, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক নাজেম উদ্দিন, যুগ্ম আহবায়ক বেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক আবদুল করিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন সৌরভ, বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাঈদ উদ্দিন, মাঈন উদ্দিন, চিরিংগা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বেলাল উদ্দিন, পহরচাদা সাংগঠনিক ইউনিয়ন সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, লক্ষ্যারচর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরুল আবছার আনোয়ার, বরইতলী ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম আহবায়ক জিয়াবুল হক, যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ, ডুলাহাজারা ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, বরইতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সরওয়ার আলম,উপজেলা শ্রমিকদলের সদস্য নাজেম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাস্টার ইউসুফ, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ইলিয়াছ উদ্দিন, সদস্য সচিব মিজানুর রহমান সুজন, সাবেক যুগ্ম সম্পাদক মুর্শেদ আলম, যুবদল নেতা রেজাউল করিম এমইউপি, ইউনিয়ন শ্রমিকদল নেতা নুরুল আলম, হাবিবুল্লাহ, আবদুর রহিম, কবির হোসেন, শাহ আলম, শহিদুল ইসলাম, নাজেম উদ্দিন, ফরিদুল ইসলাম, মো: বেলাল উদ্দিন, নুর মোহাম্মদ, বদিআলম, লালু, হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবকদলের ওসমান গনি, কামাল উদ্দিন পিয়ারু, ফরিদুল আলম, মো: হোসেন, মো: জুবাইর, ইউনুছসহ ইউনিয়ন ও প্রত্যেক ওয়ার্ড-ইউনিট শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্যযে, সম্মেলনের প্রধান অতিথি চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির আহবায়ক আনছারুল ইসলাম বাবুল মিয়ার শ্বাশুরের ইন্তেকালে সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি।