সংবাদ বিজ্ঞপ্তি:
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উপজেলা প্রতিনিধি সম্মেলন বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকাল ৩ টায় শহরের এক আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলার ৯ উপজেলার (সাংগঠনিক উপজেলা ঈদগাহ) ১ম বারের মতো অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ আজম খান।
বিশেষ অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ সভাপতি হাফেজ মুহাঃ আলম, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাঃ সম্পাদক হাফেজ যাকারিয়া খালেদ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক হাফেজ রফিকুল ইসলাম।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলার সভাপতি হাফেজ মাওঃ মুহাম্মাদ ইউনুছ ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন কার্যক্রম তাঁর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয়। এতে বিগত কমিটির কর্ম তৎপরতা, প্রতিযোগিতা ও আগামিতে জেলা ও উপজেলা পর্যায়ের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ককসবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওঃ জামাল উদ্দীন তাওহীদ। এতে জেলা হুফফাজের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা কমিটির প্রায় অর্ধশত প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ককসবাজার জেলার সাঃ সম্পাদক হাফেজ এড. রিদওয়ানুল কাবির।
এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রামু জামিয়াতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাও শামশুল হুদা সাহেব।