দীপন বিশ্বাস:
উখিয়ায় ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে দু’জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে। বৃহস্পতিবার (১২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উখিয়া সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্টেট একরামুল ছিদ্দিক এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে।
আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় বেশ ক’টি মিনি পতিতালয় গড়ে উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত উখিয়ার কুতুপালং এলাকার লম্বাশিয়া গ্রামে অভিযান পরিচালনা করে উক্ত এলাকার মৃত বদিউর রহমানের ছেলে মফিজুর রহমানকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৪ মাসের সাজা প্রদান করে।
অপরদিকে একই আদালত উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম হলদিয়ায় অভিযান চালিয়ে মৃত মোহাম্মদ আলমের ছেলে ছৈয়দ হোছনকে মাদক সেবন ও বহনের অভিযোগে ৩ মাসের সাজা প্রদান করে।
অভিযান পরিচালনাকারী উখিয়া সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্টেট একরামুল ছিদ্দিক জানান, ১৮৬০ সালের দন্ডবিধি আইনের ২৯১ধারা অনুযায়ী তাদের উক্ত সাজা প্রদান করা হয়েছে। এলাকায় অনৈতিক কর্মকান্ড বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।