মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলার ইউনিয়নের ফৈজুন্নসা উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রী নিখোঁজের ২০দিনেও খোঁজ মিলেনি। নিখোঁজ ওই দুই ছাত্রীর পরিবারে চলছে কান্নার রোল।
জানা গেছে, উপজেলার রাজাখালী ফৈজুন্নেসা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী নাহিদা আকতার ও তার বোন একই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ওয়াহিদা বেগম গত ২৩ মার্চ স্কুল ছুটির পর বাড়ী আসার পথিমধ্যে নিখোঁজ হন। নিখোঁজ দুই বোন রাজাখালী ইউনিয়নের হাজীর পাড়া আবদুল গফুর ও রেহেনা বেগম দম্পত্তির কন্যা।
ওই ছাত্রীর মা এ নিয়ে গত কয়েকদিন পূর্বে পেকুয়া থানায় লিখিতভাবে অবহিত করেছেন।
পেকুয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।