নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:
কুতুবদিয়া চ্যানেল থেকেকোস্ট গার্ডের সহায়তায় ৩০টি বিহিন্দি জাল জব্দ করেছে কুতুবদিয়া উপজেলা মৎস্য অফিস।
১১ এপ্রিল (বুধবার) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টানা ৪ ঘন্টা সাগরে অভিযান চালিয়ে ৩০ টি অবৈধ বিহিন্দি জাল আটক করা হয়। পরে দরবারঘাট এলাকায় আটককৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি মোঃ জাভেদ ইকবাল, কোস্ট গার্ড কুতুবদিয়া স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার আবদুল মালেক ও সঙ্গীয় ফোর্স।
উপজেলার মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ জানান, সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় সাগর থেকে ৩০টি ছোট মাছের জাল যার আনুমানিক মূল্য সাড়ে ৪লাখ টাকা জব্দ করে দরবার ঘাটে নিয়ে এসে পরবর্তীতে জনসম্মুখে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়। উপজেলা মৎস্য অফিসের এই অভিযান অব্যাহত থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।