মো: আকতার হোছাইন কুতুবী ॥
নারায়নগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন আসিফ জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনাম ও সততার সহিত নারায়নগঞ্জের সবার কাছে শ্রদ্ধার ও প্রিয় বিচারক হিসেবে সুনাম অর্জন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স এলএলএম করে কিছুদিন বাংলাদেশ বিমানে কর্মরত ছিলেন। পরে সহকারী জজ হিসেবে মৌলভীবাজার, সিনিয়র সহকারী জজ কক্সবাজার ও নেত্রোকোনা, যুগ্ম জেলা জজ চট্টগ্রাম, অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ময়মনসিংহ, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরিশাল, সর্বশেষ নারায়নগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল ১০ এপ্রিল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন) মাহাবুবুর রহমান সরকার স্বাক্ষরিত এক পত্রে মোহাম্মদ আলী হোসাইন আসিফকে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পেয়েছেন মর্মে নিশ্চিত করেছেন ও বিচারক (জেলা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মানিকগঞ্জে বদলি করা হয়েছে। তার দীর্ঘ চাকরি জীবনে সবসময় ন্যায়, নীতি, আদর্শকে সর্ব উর্ধ্বে স্থান দিয়েছেন। হাস্যোজ্জ্বল বিচারক মোহাম্মদ আলী হোসাইন আসিফ সত্যিই একজন দেশ-মা-মাতৃকাপ্রেমী মানুষ।
মো: আলী হোসাইন আসিফ জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি : নতুন কর্মস্থল মানিকগঞ্জ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।