প্রেস বিজ্ঞপ্তি:

অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব, হতদরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সামাজিক বিভিন্ন কাজে অংশ নেয়ার ধারাবাহিকতায় রক্তদানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১০ এপ্রিল, মঙ্গলবার, কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল ফ্রি: রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করে।

সকাল ে১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এ কর্মসূচীতে স্থানীয় জনগণ ও বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করে।

কক্সবাজার ব্লাড ডোনেটি ক্লাবের এ্যাডমিনরা জানায়-আমরা সম্পূর্ণ বিনামূল্যে রক্তদানসহ মানুষদের স্বেচ্ছায় সামাজিক উন্নয়নমূলক সেবা দিয়ে আসছি। আজকে আমরা কক্সবাজার বাস টার্মিনাল রক্তের গ্রুপ নির্ণয় করি। এ সময় মোট ৩০৭ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।  রক্তের গ্রুপ নির্ণয় করার পাশাপাশি রক্তদানের উপকরিতা সম্পর্কে সচেতন করি এবং রক্তের গ্রুপ কার্ড প্রদান করি। যাতে তারা মানুষের প্রয়োজনে রক্ত দান করে।