প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, রামু লেখক ফোরামের অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুচ্ছালাম কুদছী রহ. স্মরণে করণীয় নির্ধারণে উভয় সংগঠনের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। উপদেষ্টা মাওলানা কবি কাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ১০এপ্রিল, মঙ্গলবার, বাদে মাগরিব অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা প্রাবন্ধিক আখতারুল আলম, এড. হোছাইন আহমদ আনছারী, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা কাজী এরশাদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, রামু লেখক ফোরামের সভাপতি এম. আতাউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক খলীলুল্লাহ ফুরকান আমেল, সদস্য সাজ্জাদ সরওয়ার, ছাত্রনেতা মুহাম্মদ দিদারুল আলম প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, মাওলানা আবদুচ্ছালাম কুদছী ছিলেন, একজন বিজ্ঞ আলেমেদ্বীন, সুসাহিত্যিক, বিশিষ্ট লেখক ও গবেষক। ইসলামী সমাজ বিনির্মাণের অভিপ্রায়ে তিনি আমৃত্যু প্রয়াস চালিয়ে গিয়েছেন। ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদ এবং রামু লেখক ফোরাম প্রতিষ্ঠায় তাঁর অবদান অনন্যতায় ভাস্বর হয়ে থাকবে। বিশিষ্ট এ আলেমেদ্বীনের আদর্শিক গুণাবলী সমাজে তুলে ধরতে হবে।

সভায় মাওলানা আব্দুচ্ছালাম কুদছী রহ. এর বর্ণাঢ্য জীবনের আদর্শিক গুণাবলী আলোচনা ও মাগফিরাত কামনায় আগামী ১৪ এপ্রিল, শনিবার, বিকাল ৪টায় স্মরণ সভা ও দু’আ মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মরহুমের স্মৃতিবিজড়িত রামু বাইপাসস্থ দারুসসালাম কমপ্লেক্সে এ স্মরণ সভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।