প্রেস বিজ্ঞপ্তি:
গত ৯ ও ১০ এপ্রিল কক্সবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। তিনটি বিভাগে যথাক্রমে বিতর্ক, উপস্থিত বক্তৃতা ও বিজ্ঞান প্রজেক্টে কক্সবাজার সরকারি কলেজ একাদশ শ্রেণি ছাত্র একরামুল হক বাবুর নেতৃত্বে কবি মাসঊদ শাফি বিজ্ঞান ও বিতর্ক ক্লাব সাফল্যের সাথে সবকটি বিভাগে সাফল্য অর্জন করে।
বিতর্ক প্রতিযোগিতায় প্রথম, উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় ও বিজ্ঞান প্রজেক্টে ৩য় স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। উক্ত প্রতিযোগিতা সমূহে একরামুল হক বাবুর সাথে আরো ছিলেন আশিউর রহমান সাজিন, জান্নাতুল নাঈমা, মাইশা জান্নাত। বিজয়ী সকলকে অভিনন্দন জানিয়েছেন কবি মাসঊদ শাফি বিজ্ঞান ও বিতর্ক ক্লাবের সমন্বয়ক মনির মোবারক।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।