প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার (১০ এপ্রিল) সন্ধ্যায় মিছিলটি কক্সবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কোটা সংস্কার সময়ের যৌক্তিক দাবী। দীর্ঘদিন ধরে চলে আসা কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ^বিদ্যালয় এলাকায় সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ এবং সরকারী পেটোয়া বাহিনী যেই বর্বর হামলা চালিয়েছে তা কখনও মেনে নেওয়া যায় না। তাই কোটা সংস্কারের পাশাপাশি অবিলম্বে শিক্ষার্থীদের উপর হামরাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পাভেল দাশের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অর্পন বড়–য়া। এসময় ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য সৌরভ দেব, জেলা উদীচীর সহ সাধারণ সম্পাদক বোরহান মাহমুদ, জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শয়ন কান্তি বিশ^াস, শহর ছাত্র ইউনিয়নের সভাপতি শুভজিৎ রুদ্র, সাধারণ সম্পাদক তনয় দাশ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নেতা সিপ্ত বড়ুয়া, ছাত্র ইউনিয়ন নেতা মোস্তাক আহমেদ বাপ্পি, আপন দাশ, সিটি কলেজ ছাত্র ইউনিয়ন নেতা ওয়াকারসহ অনেকেই উপস্থিত ছিলেন।