মো. ফারুক, পেকুয়া:
পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের শেয়ার আলী মাষ্টার পাড়াস্থ হাজির পাড়া এলাকায় স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক মোঃ খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। খোকন ওই এলাকার বশির আহমদের পুত্র। গত ৫ এপ্রিল সন্ধ্যায় ধর্ষণের ঘটনাটি ঘটে। মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরে পেকুয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
স্কুল ছাত্রীর পিতা জানিয়েছেন, তার মেয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় পানি আনতে পাশ^বর্তি এলাকায় যায়। বাড়িতে ফিরে আসে রক্তাক্ত অবস্থায়। আসার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে। দ্রুত পেকুয়া সরকারী হাসপাতালে পরে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যাওয়া হয়। মূমর্ষ অবস্থায় সেখানে চিকিৎসাধীন থাকায় বিষয়টি আমরা কোন ধরণের অবগত হতে পারেনি। সর্বশেষ তার বক্তব্য পাওয়ার পর পেকুয়া থানার ওসি সাহেবকে ধর্ষণের বিষয়টি অবগত করি। মঙ্গলবার পেকুয়া থানার এসআই বিপুল চন্দ্র রায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
এসআই বিপুল চন্দ্র রায় বলেন, ধর্ষণের বিষয়টি অবগত হওয়ার পর থেকে ধর্ষক খোকনকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত ছিল। মঙ্গলবার নাপিতখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। স্কুল ছাত্রীকে ধর্ষণের বিষয় স্বীকার করেছেন গ্রেফতারকৃত খোকন। সংশ্লিষ্ট বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।