মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:
রামু উপজেলার কচ্ছপিয়ায় ১০ এপ্রিল(মঙ্গলবার) সকাল ১০ টায় ফের অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ওএমএসের ১০ টাকা দামের চাল বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে। এ সময় ইউপি চেয়ারম্যানের পক্ষে দায়িত্ব পালন কারী ৪,৫,৬,নং ওয়ার্ডের মহিলা সদস্য ইয়াসমিন আক্তার মুন্নি ও ৭.৮.৯.ওয়ার্ডের মহিলা সদস্য তমন্না বেগম উপস্থিত থেকে ইউনিয়নের গর্জনিয়া বাজারের দুইটি খাদ্য বান্ধব ডিলার লভা কর্মকার ও লোকমান হাকিম এর মাধ্যমে ৩.৫.৬.৭.৮.৯ নং ওয়ার্ডের ৭৬৬ জন অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ১০ টাকা দামের এ চাল বিতরণ করা হয়। এ ছাড়াও ১.২.৪ নং ওয়ার্ডে ৩৮৩ জনের জন্য একজন ডিলার রয়েছে। ১০ এপ্রিল (মঙ্গলবার) ওএমএসের চাল বিক্রির কার্যক্রম সড়েজমিনে পরিদর্শন করেন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিকদার সোহেল বলেন,সারাদেশে চালের দাম বৃদ্ধির কারণে গরীব অসহায় মানুষের কথা বিবেচনা করে বর্তমান সরকার গত মার্চ মাস থেকে পুনরায় ১০ টাকা দামের চাল বিক্রির কর্মসূচি চালু করেছে। সারাদেশের ন্যায় আবারও মঙ্গলবার থেকে এ কর্মসূচি দ্বিতীয় ধাপে চালু হয়েছে কচ্ছপিয়ায়। এসময় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কচ্ছপিয়া ফের ওএমএসের চাল বিক্রি শুরু
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।