পেকুয়া সংবাদদাতা
পেকুয়ায় এক শিশুর গলায় কলা আটকে শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের অালিগ্যাপড়া এলাকায়। শিশুটির নাম নিহা মণি (৩)। সে রাজাখালী ইউনিয়নের মিয়ার পাড়া এলাকার ফজল করিমের শিশু কন্যা।
টইটংয়ে তাদের নিকটতম অাত্বীয় অাবুল অাহমদের বাড়িতে ফাতেহায় যোগদান করেছিল পরিবারটি।
টইটং ইউনিয়নের রেজাউল করিম নামের এক ব্যক্তি জানান, দূর্ঘটনার স্বীকার শিশুটির পরিবার রাজাখালী মিয়ার পাড়া এলাকার। টইটংয়ে অাবুল অাহমদের বাড়িতে কুলকানি উপলক্ষে ফাতেহার কলা খাচ্ছিল শিশুটি। এক পর্যায়ে একটি কলার টুকরা তার গলায় অাটকে গিয়ে মূমর্ষ হয়ে পড়ে। চিকিৎসার জন্য শিশুটিকে বাঁশখালী সরকারী হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে শিশুটি মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজাখালীস্থ মিয়ার পড়া এলাকার ইউপি সদস্য নেজাম উদ্দিন নেজু বলেন, শিশুর পরিবার টইটংয়ে তাদের অাত্বীয়ের বাড়িতে বেড়াতে যায়। ওখানেই শিশুটির গলায় কলা অাটকিয়ে মূমর্ষ হয়ে পড়ে । পরে পরিবার বাশখালী হাসপাতালে শিশুটিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি বাঁশখালী হাসপাতালে রয়েছে।