প্রেস বিজ্ঞপ্তি :
কুতুবদিয়া মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্টাতা মন্ডলীর অন্যতম সদস্য,উওর বড়ঘোপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা,জাতীয় ম্যাগাজিন জনতার কন্ঠ ও জাতির আলো পাঠক ফোরামের কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক, কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক অাখ্তারুল আলমের ছোট বোন হামিদা বেগম (৫৫) আর নেই। আজ দুপুর ১২ টায় না ফেরার দেশে চলে গেলন তিনি।দু মাস ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মস্তিস্কে রক্ত করন হয়। আত্নীয় স্বজনদের চোখের জলে বুক ভাসিয়ে তিনি হয়ে গেলেন ওই আকাশের তাঁরা। মৃতু্্যকালে তিন পুত্র,দুই মেয়ে, নাতি নাতনী ও অনেককেই রেখে যান। সমাজপ্রেমী অধ্যাপক আখতারুল আলমের ছোট বোনের মৃতু্্যতে গভীর দুঃখ ও সমবেদনা জানিয়েছেন কুতুবদিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান, প্রবীন রাজনীতিবিদ,জাতির আলোর সম্পাদক মন্ডলীর উপদেষ্টা,বড়ঘোপ সদরের চেয়াম্যান জননেতা এডঃ মোঃ ফরিদুল ইসলাম চৌধুরী,জাতীয় ম্যাগাজিন জনতার কন্ঠের প্রধান সম্পাদক,জাতির আলোর উপদেষ্টা সম্পাদক,জাতীয় দৈনিক আমার কাগজ ও দি গুডমর্নিং পএিকার সহ সম্পাদক মোঃ আকতার হোছাইন কতুবী।অন্যিকে পাঠক ফোরামের যুগ্ন আহবায়ক অধ্যাপক আখ্তারুল আলমের ছোট বোন হামিদা বেগমের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জাতীয় ম্যাগাজিন জনতার কন্ঠ,জাতির আলো ও আপনার ডাক্তার এর সম্পাদক ও প্রকাশক আউলিয়া বেগম আলো। মহান আল্লাহ তায়লা যেন তার গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসীব করেন ও পরিবার পরিজন যেন এই শোক সয়তে পারেন। আমীন
অধ্যাপক আখ্তারুল আলমের ছোট বোনের ইন্তেকাল ,শোক প্রকাশ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।