নিজস্ব প্রতিবেদক
ঢাকা সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাথে সেন্টমার্টিন ইউপির পারস্পরিক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সফর সম্পন্ন হয়েছে।
সরকারের এল.জি.এসপি-৩ এর আওতায় সক্ষমতা বৃদ্ধির এ কর্মসূচি সোমবার (৯ এপ্রিল) সকালে সেন্টমার্টিন ইউপি কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবীব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন।
সেন্টমার্টিন ইউপির সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, নাজির হোসেন, রশিদ আহমদ, জহুরা বেগম, এলন বাহার।
তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল আলম সমরের নেতৃত্বে তার পরিষদের সচিব, সদস্যসহ ১২ জন উপস্থিত ছিলেন।
সভায় উভয় পরিষদের আয়-ব্যয়ের উৎস, উন্নয়ন, পরিষদ পরিচালনা সংক্রান্তে অভিজ্ঞতা বিনিময় হয়।
এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবীব খানের বক্তব্যে সরকারের অপ্রতুল বরাদ্দের কারণে সেন্টমার্টিনের করুণ দশার কথা শুনে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল আলম সমর বিস্ময় প্রকাশ করেন। সেই সাথে তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে যথা সম্ভব অবগত করাবেন বলে জানান।