সংবাদদাতা:
কক্সবাজার সদরের ঝিলংজা দক্ষিণ চান্দেরপাড়ায় খতিয়ান জালিয়াতচক্রের কুপাঘাতে বৃদ্ধসহ দুইজন আহতের ঘটনায় মামলা হয়েছে।
ভিকটিম আশরাফুজ্জামান বাদী হয়ে ৫ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি করেন। থানা মামলা নং-১১। মামলায় এজাহারনামী ৬জনসহ আরো অজ্ঞাতনামা ৭/৮ জন আসামী করা হয়েছে।
এজাহারভুক্ত আসামী কলিম উল্লাহকে শহরের লালদীঘিরপাড় এলাকা থেকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। সে কক্সবাজার সদরের ঝিলংজা চান্দেরপাড়ার মৃত শফিউল্লাহর ছেলে।
এজাহারভুক্ত অনান্য আসামীরা হলেন- মো. ইউসুফ (৪৩), নুরুল আজিম (২৩), নুরুল আবছার প্রকাশ বাগগুইল্লা (২৬), ফরিদুল হক (৪০), জাহেদুল হক (৩৮), নুরুল আমিন (৩০)।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, গত ৩ এপ্রিল রেলের অধিগ্রহণকৃত জায়গার দখল তদন্ত করতে গেলে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার এমদাদের উপস্থিতিতে মারধরের অভিযোগে আশরাফুজ্জামান নামে এক ব্যক্তির লিখিত অভিযোগে মামলা রেকর্ড হয়েছে। এ মামলার জ্ঞাতনামা ৬ আসামীর মধ্যে একজন গ্রেফতার হয়েছে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল সকাল ১১টার দিকে রেলের অধিগ্রহণকৃত জায়গার দখল তদন্ত করতে যান কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার এমদাদ। তাকে জমির মালিকানা ও দখল বিষয়ে বক্তব্য দেয়ার এক পর্যায়ে আশরাফুজ্জামানের উপর অতর্কিত হামলে পড়ে ঝিলংজা মৌজার বিএস-৫৪ নং খতিয়ান জালিয়াত চক্রের কয়েকজন।
এতে ওই এলাকার মৃত শাহ ছুফিয়ানের ছেলে আশরাফুজ্জামান ও আবু ছৈয়দের ছেলে নুরুল হক আহত হয়।
আশরাফুজ্জামান জানান, তাদের দীর্ঘদিনের মালিকানাধীন দখলীয় জমি জালিয়াতি করে খতিয়ান সৃজন করে মোজাফ্ফর আহমদ, মোহাম্মদ হাশেম, ফেরদৌস, নুর মোহাম্মদ, এনামসহ চিহ্নিত দখলবাজ চক্র। ওই ভূঁয়া খতিয়ানের বিরুদ্ধে আদালতে মামলা চলছে। তিনি আরো জানান, বিরোধীয় জমির পরিমাণ ৭৫ শতাংশ। দখলবাজদের বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ রয়েছে।