মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার খুটাখালীতে বনবিভাগের অভিযানকালে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী মোঃ অলি উল্লাহ গ্রেফতার হয়েছে। সে স্থানীয় ২নং ওয়ার্ড মেধাকচ্ছপিয়া এলাকার মৃত মৌলভী জহির আহাম্মদের পুত্র বলে জানা যায়।রবিবার (৮এপ্রিল) রাত ৮টায় চকরিয়া থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ আলমগিরের নেতৃত্বে খুটাখালী বাজার থেকে তাকে গ্রেফতার করেন। গত ১৬ ডিসেম্বর তারিখে খুটাখালীতে বনবিভাগের অভিযানকালে সংঘটিত হামলার ঘটনায় মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা আবু জাকারিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। হামলাকালে বাদীসহ সাত কর্মকর্তা-কর্মচারী গুরুতর আহত হয়েছিল বলে মামলার এজাহারসুত্রে জানা যায়। চকরিয়া থানার সাব ইন্সপেক্টর (এসআই) মোহাম্মদ আলমগির গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।