প্রেস বিজ্ঞপ্তি :
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শুরু হয়েছে পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা। রবিবার সকালে শহরের ঘোনারপাড়াস্থ শংকর মঠ ও মিশন প্রাঙ্গনে ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক কার্যক্রমের আওতায় এই কর্মশালা শুরু হয়। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এসআরএসসিপিএস কার্যক্রমের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তা সুমন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশের ডিআইও-১ প্রভাষ চন্দ্র ধর পুরোহিতদের সনাতনী সমাজের দর্পণ উল্লেখ করে সঠিক ধর্মীয় শিক্ষাকে সমাজের মাঝে কাজে লাগানোর অনুরোধ জানান। এসআরএসসিপিএস কার্যক্রমের সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা অপু চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন-দৈনিক ইনানীর চীফ রিপোর্টার বলরাম দাশ অনুপম, রামু কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত সজল ব্রাহ্মণ চৌধুরী ও অধ্যাপক আশীষ চক্রবর্তী। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এসআরএসসিপিএস কার্যক্রমের কর্মকর্তা সুজন চন্দ্র ধর। ৩ দিনের এই প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ২৫ জন পুরোহিত অংশ নিচ্ছে।