প্রেস বিজ্ঞপ্তি : আসন্ন পহেলা নববর্ষকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে আগামী ২৭ এপ্রিল উখিয়ায় বৈশাখী লোকজ উৎসবের কর্মসূচি হাতে নিয়েছে উখিয়ার লোকশিল্পীরা। এ লক্ষ্যে ৮ এপ্রিল বিকাল ৩টায় উখিয়া সাহিত্য কুটিরে এক সভা অনুষ্ঠিত হয়। লোক-সংস্কৃতি সংগ্রাহক কবি-নাট্যকার মাস্টার শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৮ সদস্য বিশিষ্ট বৈশাখী লোকজ উৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়েছে। সভায় বৈশাখী লোকজ উৎসব সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মতামত ব্যক্ত করেন ছড়াকার মোজাম্মেল হক আজাদ, লোকশিল্পী ও গীতিকার মাস্টার ছৈয়দ নূর, শিল্পী ও গানের শিক্ষক সাব্বির আহমদ, কবি গবেষক কালাম আজাদ, শিল্পী খন্দকার মোহাম্মদ রানা, খন্দকার মোহাম্মদ ইমন, কামরুল হাসান, লোকজ অভিনেতা নুরুল কবির, হেকিম জাফর আলম, শিল্পী পারভেজ, জিদান, প-িত জহির আলম, মমতাজ মিয়া ও দিল নেওয়াজ।

আলোচনা শেষে মোজাম্মেল হক আজাদ আজাদকে প্রধান সমন্বয়ক করে ৮ সদস্য বিশিষ্ট বৈশাখী উৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়। সদস্যরা হলেন, সাব্বির আহমদ, মাস্টার ছৈয়দ নূর, কালাম আজাদ, খন্দকার মোহাম্মদ রানা, খোন্দকার মোহাম্মদ ইমন, কামরুল হাসান বৈরাগৗ ও নুরুল কবির।

মুক্তি কক্সবাজারের অর্থায়নে আয়োজিত বৈশাখী উৎসবে বৈশাখী পুঁথি, হঁঅলা, ভাটিয়ালী, গাছা সংগীত, বা-া গীত, জারি গান, ঘুমপাড়ানি, উল্টা গীত ও আঞ্চলিক গান পরিবেশন করা হবে।