বিনোদন ডেস্ক : ২০ বছর আগে অবৈধভাবে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া বলিউড সুপারস্টার সালমান খান জামিন পেয়েছেন। দুই রাত যোধপুরের কারাগারে কাটানোর পর শনিবার তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। ভারতের সম্প্রচার মাধ্যম এনডিটিভি তার জামিনের খবর নিশ্চিত করেছে। মোট এক লাখ রুপির বন্ডে পাওয়া এই জামিনে শনিবার সন্ধ্যা নাগাদ কারাগার থেকে তিনি মুক্তি পেতে পারেন বলে জানিয়েছে দ্য ইকোনোমিক টাইমস।
১৯৯৮ সালে যোধপুরের কাছে কানকানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের জন্য গিয়ে দুটি বিরল প্রজাতির হরিণ শিকারের অভিযোগ উঠেছিল সালমান খানের বিরুদ্ধে। স্থানীয় বিশনোই সম্প্রদায় ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে। কৃষ্ণসার হরিণকে অত্যন্ত পবিত্র বলে বিবেচনা করে ওই সম্প্রদায়। গত বৃহস্পতিবার তাদের দায়ের করা মামলায় অভিযোগ প্রমাণিত হলে যোধপুরের আদালত সালমান খানকে ৫ বছরের কারাদণ্ড ও দশ হাজার রুপির জরিমানার রায় দেয়। রায়ের পর যোধপুরের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় ৫২ বছর বয়সী এই সুপারস্টারকে। সেখানে দুই রাত কাটাতে হয় তাকে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার সকালে যোধপুর আদালতের বিচারক রবিন্দ্র কুমার যোশীর আদালতে সালমানের জামিন আবেদনের শুনানী দ্বিতীয় দিনের মতো শুরু হয়। পরে দুপুরের খাবারের বিরতির পর তিনি জামিনের আদেশ দেন।
শনিবারের শুনানীতে আইনজীবীরা ওই মামলার প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য ও হরিণ দুটির পোস্ট মর্টেম রিপোর্টের বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তোলেন। ওই রিপোর্টে বলা হয়েছিল মারা যাওয়া হরিণ দুটির দেহে বন্দুকের গুলির চিহ্ন ছিল। সালমানের আইনজীবীরা বলেন, পরীক্ষার জন্য শুধু হরিণগুলোর হাড় পাঠানো হয়েছিল। কিন্তু তার চামড়া এবং মাংসও পরীক্ষার ভালো ফলাফলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।
দ্য ইকোনোমিক টাইমসের খবরে বলা হয়েছে, আনুষ্ঠানিক কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর সন্ধ্যা সাতটা নাগাদ কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলিউড সুপারস্টার। মোট এক লাখ রুপির বন্ডে জামিন পেয়েছেন তিনি।
এছাড়া দেশের বাইরে যাবার জন্যও আদালতের কাছে আবেদন করেছেন সালমান খান। এই বিষয়ে শুনানীর জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছে আদালত।
আদালত এলাকায় সকাল থেকে সালমান ভক্তদের আনাগোনা বাড়তে থাকায় সেখানে নিরাপত্তা জোরদার করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।