এম আবুহেনা সাগর,ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ সওদাগর ( বাজার) পাড়াবাসী দীর্ঘমাস ধরে দূর্গন্ধে বিষিয়ে উঠছে। অবিলম্বে পচাঁপানি যুক্ত ড্রেন সংস্কারের দাবী এলাকাবাসীর। প্রাপ্ত তথ্য মতে, ঈদগাঁও বাজারের পাশ্বর্বতী এলাকা সওদাগর (তেলী) পাড়াবাসী বহুদিন যাবত কাল ধরে ড্রেনে পরিত্যাক্ত পঁচাপানি ও ময়লা আবর্জনার দূগন্ধের উপর ভর করে দৈনিক চলাফেরা করে যাচ্ছে এখানকার লোকজন। পাশাপাশি ঈদগাঁও বাজারের দক্ষিন পাশ্বস্থ সড়কের নির্মান কাজের ফলে জন ও যানবাহন চলাচল করছে বর্তমানে সওদাগর পাড়া হয়ে বংকিম বাজার সড়ক দিয়ে। উক্ত সড়কের মাঝ অংশে ড্রেনে জমে থাকা পচাঁ পানি ও পাশ্বর্বতী ময়লায় দুগন্ধে বিষিয়ে তুলছে সাধারন পথচারী,যাত্রী,চাকরীজীবীসহ এলাকার সর্বশ্রেনী পেশার লোকজনদেরকে। এমনকি এই গ্রামীন সড়ক দিয়ে পোকখালী ও জালালাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষজন কোন কোন কাজেকর্মে বাজারমুখী হয়ে থাকে । তাদের দূর্ভোগ আর দূর্গতি যেন কাল হয়ে দাঁড়িয়েছে। এদিকে নানা শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা সকাল বেলায় দূগন্ধের কারনে নাক চেপে ধরে তাদের প্রিয় শিক্ষাঙ্গনে অতি কষ্টের বিনিময়ে আসা যাওয়া করে থাকে। আবার অনেকে বিদ্যালয়ে যেতে অনিহাও প্রকাশ করে। অপরদিকে ভাড়া বাসায় অবস্থান করা ভাড়াটিয়েরাও দুগন্ধের ফলে নিরুপায় হয়ে বসবাস করে যাচ্ছে। জালালাবাদ ফরাজী পাড়া থেকে বাজারে আসা কয়েকজন টমটম যাত্রী জানান, দুগন্ধময় চলাফেরা আর ভাল লাগেনা। কবে ড্রেন সংস্কার হবে তার উক্তর ও খুঁজে পাচ্ছেনা। সওদাগর পাড়ার স্থানীয় যুবক আলম, ইউসুফের মতে, যাতাযাত কালে দুগন্ধ থেকে মুক্তি পেতে হলে ড্রেন সংস্কার এখন সময়ের গন দাবীতে পরিনত হয়ে পড়েছে। তবে এমইউপি মোকতার জানান, ড্রেন সমস্যার সমাধান হতে যাচ্ছে। অপরদিকে সওদাগর পাড়ার ড্রেনটি সংস্কারের জোর দাবী জানান এলাকাবাসী। অন্যদিকে ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ মুঠোফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।