ইন্তাহা রাইয়ান ছিদ্দিকা (পৃথিবী) প্রাথমিক শিক্ষা সমাপনী ২০১৭ পরীক্ষায় কক্সবাজার জেলায় মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সে কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ তিতুমীর ইনষ্টিটিউট থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। বর্তমানে সে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। সে কুতুবদিয়াস্থ বড়ঘোপ রোমাই পাড়ার মরহুম আলহাজ্ব ছিদ্দিক আহমদ ও মরহুম আমেনা বেগম এবং কক্সবাজার পৌরসভা’স্থ পাহাড়তলী এলাকার মরহুম আলহাজ্ব আবদুস ছবুর ও আলহাজ্ব আয়েশা বেগমের নাতনী। তার পিতা জাহাঙ্গীর আলম ছিদ্দিকী কক্সবাজার পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং মাতা হুমাইরা ইয়াছমিন গৃহিনী। তার এ গৌরবময় সাফল্যের জন্য বিদ্যালয়ের পরিচালক, গৃহশিক্ষকসহ সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। বড় হয়ে সে একজন বিচারক হওয়ার স্বপ্ন দেখছে। তার স্বপ্ন বাস্তবায়নে সকলের দোয়া প্রত্যাশী।