নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি বলেছেন, আ’লীগ সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে। কওমী মাদ্রাসাকে স্বীকৃতি দেয়া হয়েছে। সেই সাথে অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন হচ্ছে।
তিনি আজ টেকনাফের আজিজিয়া ইসলামীয়া মদিনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক ধর্মীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ধর্মীয় শিক্ষার প্রসার ঘটিয়ে যুব সমাজকে অনৈসলামিক কাজ থেকে দুরে রাখতে মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই দ্বীনি শিক্ষা প্রসারে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
পরে সংসদ সদস্য নতুন ভবনের উদ্বোধন করেন আর মাদ্রাসার জন্য ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন, হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার, প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন, ওলামালীগের সভাপতি মাওলানা ফরিদ প্রমূখ।