সংবাদদাতা:
উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সোনারপাড়া উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নাসির উদ্দিন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা নির্ধারিত সময়ে উপস্থিত না থাকায় বৃহস্পতিবার (৫ এপ্রিল) মো. নাসির উদ্দিনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষনা দেন উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুর মিয়া।
এ সময় স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে অজপাড়া গায়ের পরিচালনা কমিটির মতো একটি গুরু দায়িত্বে নির্বাচিত হওয়ায় মো. নাসির উদ্দিন মহান আল্লাহর শুকরিয়া জানান।
সেই সাথে শিক্ষক, অভিভাবক, এলাকাবাসীসহ সব শিক্ষানুরাগী জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শিক্ষার আলো প্রতিটা ঘরে পৌঁছাতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
সোনারপাড়া উচ্চবিদ্যালয়ের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন মো. নাসির উদ্দিন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।