এম.মনছুর আলম, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বালি ভর্তি ১১টি ডাম্পার ও একটি সেলোমেশিন জব্দ করেছে।বুধবার(৪এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার মাতামুহুরী নদীর ব্রীজ পয়েন্টে এলাকায় সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাতের নেতৃত্বে থানা পুলিশসহ এ অভিযান চালায়।অভিযানে ঘটনাস্থল থেকে জব্ধকৃত গাড়ী গুলো বর্তমানে উপজেলা পরিষদ চত্বরে রাখা হয়েছে।
অভিযানের ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাতের কাছে জানতে চাইলে তিনি বলেন,মাতামুহুরী নদীর ব্রীজ পয়েন্টে অসাধু কিছু বালি ব্যবসায়ী অবৈধভাবে বালি উত্তোলন করে ও ট্রাকের মাধ্যমে বালি বিক্রি করে ব্যবসা করে আসছিল।বিষয়টি প্রশাসনের নজরে আসলে বুধবার দুপুরের দিকে অভিযান চালানো হয়।অভিযানকালে বালুর পয়েন্ট থেকে বালি ভর্তি ১১টি ডাম্পার ও ১টি সেলোমেশিন জব্ধ করা হয়।জব্ধকৃত গাড়ী ও মেশিন উপজেলা প্রশাসন চত্বরে রাখা হয়েছে।এসব গাড়ি ও অবৈধ বালি ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।