৩১ শে মার্চ তারিখে “দৈনিক কক্সবাজার ৭১” এ প্রকাশিত ‘২৯বছরের আত্নসাৎকৃত জমির খাজনার টাকা উদ্ধারের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর অভিযোগ’-শিরোনামে মিথ্যা,ভূয়া,বানোয়াট ও বিভ্রান্তকর সংবাদের তীব্র প্রতিবাদ।

আমরা নিম্নস্বাক্ষরকারীগণ কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী গ্রামের শান্তিপ্রিয়,নিরীহ প্রকৃতির সম্ভ্রান্ত পরিবারের সদস্য হই।আমাদের পূর্ব পুরুষ থেকে পর্যায়ক্রমে আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে কোন মামলাতো দুরের কথা ,কোথাও কোন সাধারণ ডায়েরী (জিডি) পর্যন্ত নেই।পক্ষান্তরে অভিযোগকারী আব্দুল্লাহ এবং তার বড় ভাইয়েরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী।কিছুদিন পূর্বে অভিযোগকারী আব্দুল্লাহ এবং তার ভাই লেদু মিয়া ডাকাতি মামলায় গ্রেফতার হয়ে জেলে যায় এবং জামিনে আসে।এমন একজন খারাপ প্রকৃতির এবং দুধর্ষ সন্ত্রাসী কর্তৃক এরকম একটি অভিযোগ ভিত্তিহীন।অভিযোগকারী যে জমির খাজনা আদায়ের জন্য অভিযোগ করেছে তা আমাদের প্রায় ৫০ বৎসর পূর্বে ক্রয়কৃত জমি এবং সেই থেকে আমরা ভোগ দখলে আছি।আমাদের বাবা,চাচা,দাদার নামে চূডান্ত বি এস রেকর্ড আছে।তাই অভিযোগকারীর উক্তরূপ অভিযোগের জোর প্রতিবাদ জানাচ্ছি এবং উক্ত অভিযোগটি সরেজমিনে তদন্তপূর্বক বাস্তব অপরাধীকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছি।

প্রতিবাদকারী
১।রমজান আলী
২।নুরুল আলম
৩।বদিউল আলম
সর্ব পিতাঃ মরহুম মখলেছুর রহমান।
৪।মোঃ রাসেল,পিতাঃ নুরুল আলম।
৫।আব্দুস সাত্তার,পিতাঃমৃত কালু।
৬।লুদু, পিতাঃ মৃত ফজল করিম
সর্ব সাং-পশ্চিম গোমাতলী, পোকখালী,কক্সবাজার।