শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০১৮ উপলক্ষে বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থী ক্ষুদে ডাক্তাররাই তাদের সহপাটীদের খাইয়ে দিয়েছে কৃমিনাশক ঔষুধ।

মঙ্গলবার ৩এপ্রিল সকাল ১১টায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহবাজ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী রতন পাল এবং স্বাস্থ্য পরিদর্শক (অফিস ইনচার্জ) রতন কুমার দাশসহ বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১এপ্রিল থেকে শুরু হওয়া কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের কার্যক্রম ৭এপ্রিল পর্যন্ত চলবে। সপ্তাহব্যাপি অব্যাহত এ কার্যক্রমই হবে মানব দেহের কৃমি নিয়ন্ত্রণের জন্য।