কামাল শিশির,রামু :
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, “ষড়যন্ত্র করে আমার মনোনয়ন ঠেকানো যাবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁর মনোনয়ন নিশ্চিত জেনে অনেকে তাঁর বিরুদ্ধে অতীতের মতো বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার শুরু করেছে। অপপ্রচার ও ষড়যন্ত্রকারিরা কখনো দেশ ও মানুষের কল্যাণে কাজ করেনি। উল্টো তারা মানুষের সম্পদ লুট, বিচারের নামে অর্থ আত্মসাৎ করেছে”।
সাংসদ কমল বলেন, সরকার দলীয় পদবী ব্যবহার করে অনেকে উন্নয়ন হয়নি বলে সমাবেশে বক্তব্য দেন। অথচ বর্তমান সরকারের উন্নয়নের কথা বিএনপি-জামায়াতও স্বীকার করে। এরা দলের কল্যাণ চায়না। নিজেদের স্বার্থসিদ্ধিই এদের প্রধান উদ্দেশ্য। তিনি বলেন, সরকারের নানামুখি উন্নয়ন কর্মকান্ডের সুফল মানুষ ভোগ করছে। আগামী নির্বাচনে জনতার জনরায়ে নৌকা প্রতীক বিজয় লাভ করবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কক্সবাজার জেলায় দৃশ্যমান ব্যাপক উন্নয়ন হয়েছে।
বুধবার (২৮ মার্চ) সন্ধ্যায় রামু চৌমুহনী স্টেশন চত্বরে আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি কমল এসব কথা বলেন। রামু উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম। সমাবেশে অন্যান্যদের মধ্যে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, কক্সবাজার জেলা পরিষদ সদস্য শামসুল আলম ও নুরুল হক কোম্পানী, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ মাস্টার, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লি. এর সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, আওয়ামীলীগ নেতা সৈয়দ মো. আবদু শুক্কুর, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আবছার কামাল সিকদার, যুবলীগ নেতা মাসুদুর রহমান, সাংসদ কমলের একান্ত সচিব ও জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান, উপজেলা যুবলীগে স্বেচ্ছাসেবকলীগের সহ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক আজিজ, উপজেলা সৈনিকলীগ সভাপতি মিজানুল হক রাজা, সাধারণ সম্পাদক রাশেদুল হক বাবু, উপজেলা তাঁতীলীগ সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, উপজেলা শ্রমিকলীগ আহবায়ক শফিউল আলম কাজল, যুগ্ন আহবায়ক সাহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, মোহাম্মদ নোমান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি একরামুল হাসান ইয়াছিন, খুনিয়াপালং ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুল্লাহ বিদ্যুৎ মেম্বার, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সোহেল সিকদার, গর্জনিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাফেজ আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।
সমাবেশে রামু উপজেলা এবং ১১টি ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগ, শ্রমিকলীগ, বাস্তুহারালীগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।