নুরুল আমিন হেলালী :

কক্সবাজার সদরের ঈদগাঁও মেহেরঘোনায় অবস্থিত হযরত আবু বক্কর ছিদ্দিক (রাঃ) ইনষ্টিটিউট (বালিকা দাখিল) মাদ্রাসায় ২০১৭ সালের এবতেদায়ী সমাপনী পরীক্ষায় এ প্লাস ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১লা এপ্রিল রবিবার সকাল ১০ ঘটিকার সময় ৫ম শ্রেণীর ছাত্র ইয়াহিয়া আফনানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মৌলানা আবদুস সালাম। কাউছার উদ্দীন জিহাদীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মোর্শেদুর রহমান এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ আমান উল্লাহ হেলালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেম্বার সিরাজুল হক, পরিচালনা কমিটির সেক্রেটারী আবদুল মজিদ খান, সদস্য হারুনর রশিদ, আহমদ কবির, আবদু শুক্কুর, দিল মোহাম্মদ, হাজী জাফর আলম, ঈদগাঁও ইউপির মহিলা সদস্য জান্নাতুল ফেরদৌস, অভিভাবক হারুন অর রশিদ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে ফাহিম মুস্তাকিম প্রমুখ। অনুষ্ঠানে সম্প্রতি প্রকাশিত ফলাফলে মাদ্রাসা থেকে এবতেদায়ী সমাপনী পরীক্ষায় এ প্লাসসহ ট্রালেন্টপুল ও সাধারন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেককে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেয়া হয়। এছাড়া বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিভিন্ন শ্রেণীতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকে পাহাড় ঘেঁষা মেহেরঘোনায় ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে উক্ত প্রতিষ্ঠান প্রতি বছর এবতেদায়ী সমাপনী পরীক্ষায় এ প্লাসসহ শতভাগ পাশ করে নিজেদের সাফল্য ধরে রেখেছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সুপার আবু বক্কর ছিদ্দিক, শিক্ষক হারুনর রশিদ, মোহাম্মদ ইব্রাহিম, তামজিদুল ইসলাম, মোহাম্মদ হোছাইন, তছলিমা আক্তার, রওশন আক্তার, রোজিনা আক্তার, হাছিনা জাহান রিনা ও মাদ্রাসা অধ্যয়নরত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে মাদ্রাসার সাফল্য ধরে রাখতে এলাকাবাসী ও সচেতন মহলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।