সিবিএন:
টেকনাফ থেকে দেড় লাখ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার ভোর রাতে টেকনাফের শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিন বঙ্গোপসাগরের মাঝামাঝি বাংলা চ্যানেল এলাকা থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৭ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ড পূর্ব জোনের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার বিএন আবদুল্লাহ আল মারুফ জানান, ট্রলারযোগে মিয়ানমার থেকে সমুদ্রপথে ইয়াবার একটি চালান আসছে এমন গোয়েন্দা সংবাদে ভোর রাতে বঙ্গোপসাগরে অভিযান চালানো হয়। কোস্টগার্ড পূর্ব জোন (চট্টগ্রাম) অধীনস্থ শাহপুরী বিটের সদস্যরা বাংলা চ্যানেল এলাকায় সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে।

এ সময় ট্রলার থেকে দুটি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে ট্রলার নিয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। ফেলে যাওয়া বস্তাগুলো উদ্ধার করে কূলে এনে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া য়ায়। জব্দ করা ইয়াবাগুলো টেকনাফ থানায় জমা দিয়ে মামলা করা হবে বলে জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।