এম.এ আজিজ রাসেল:

শহরের বিভিন্ন স্থান থেকে ২টি এলজি ও ১টি ধারালো ছোরাসহ ৩ ছিনতাইকারী আটক করা হয়েছে। ৩১ মার্চ শনিবার রাতে এস আই আতিক, এস আই সুমন ও এসআই দেবব্রত এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটক ছিনতাইকারী চক্রের সদস্যরা হলো- পাহাড়তলী ইউসুলের ঘোনার মোঃ সৈয়দের পুত্র সাদ্দাম হোসেন (২৩), সীগাল হোটেলে পেছনে ভাড়া বাসায় থাকা হাটহাজারীর আলীপুরের মৃত মিজানের পুত্র রবিউল আলম প্রকাশ রুবেল (২৪) ও দক্ষিণ ঘোনারপাড়ার রহিম ড্রাইভারের বাড়িতে বসবাসরত নুরুল ইসলামের পুত্র রেজাউল করিম (১৯)।

সদর মডেল থানা পুলিশ সুত্র জানায়, পর্যটন স্পটসহ শহরের নানা স্থানে দীর্ঘদিন ধরে একটি ছিনতাইকারী চক্র সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি রেখে ছিনতাই করে আসছে। তাদের হাত থেকে পর্যটকরা রেহায় পাচ্ছে না। সম্প্রতি ছিনতাই বেড়ে গেলে সাড়াশি অভিযান শুরু করে সদর মডেল থানা পুলিশ। প্রতিদিন চিহ্নিত পয়েন্টে চালানো হচ্ছে অভিযান। এতে আটক হচ্ছে ছিনতাইকারী চক্রের সদস্যরা। এ জন্য সদর থানা পুলিশকে সাধুবাদ জানান সুধী মহল। এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, চুরি, ছিনতাই, ডাকাতি রোধে সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।