প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা প্রবীন শিক্ষাবিদ মোহাম্মদ হাসান মাস্টার ইন্তেকাল করেছেন।(ইন্না…রাজেউন) মৃত্যু কালে উনার বয়স হয়েছি (৯০) তিনি মধ্য খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সহ বিভিন্ন উপজেলার অসংখ্য স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। প্রবীন এই শিক্ষাবিদ ১৯৫৫ সালে প্রধান শিক্ষক পদে যোগদান করেন এবং ১৯৯৭ সালে অবসর গ্রহন করেন। তিনি ৩১ মার্চ বিকাল সাড়ে ৩ টায় খুরুশকুল দক্ষিন পেচারঘোনাস্থ নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি ৭ পুত্র এবং ৩ কন্যা সহ নাতী নাতনী সহ অসংখ্যা আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে আজ সকাল ১০ টায় খুরুশকুল কাওয়ার পাড়া বড় জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে এতে সবাইকে অংশ গ্রহনের আহবান জানিয়েছেন মরহুম মোহাম্মদ হাসান মাস্টারের বড় ছেলে কক্সবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও খুরুশকুল সকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাবের।

এদিকে প্রবীন শিক্ষক মোহাম্মদ হাসান মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন কক্সবাজার জেলা শাখার সভাপতি প্রফেসর এম এ বারী সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাবুবুর রহমান।