ইফতেখার শাহজীদ, কুতুবদিয়াঃ
কুতুবদিয়ায় পুলিশের অভিযানে ২ পলাতক আসামীকে আটক করা হয়েছে। ৩০ মার্চ (শুক্রবার) দিবাগত রাতে উপজেলার লেমশীখালী ইউনিয়নের বশির উল্লাহ সিকদার পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হল লেমশীখালী ইউনিয়নের বশির উল্লাহ সিকদার পাড়ার (৭নং ওয়ার্ড) শাকের উল্লাহর ছেলে শাহজাহান (৪০) ও একই এলাকার নাগু মিয়ার ছেলে শফিউল্লাহ (৪৮)। তারা নিয়মিত মামলায় পলাতক ছিল বলে থানা সূত্রে জানা গেছে। ৩১ মার্চ (শনিবার) বিজ্ঞ আদালতের মাধ্যমে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।