সিবিএন:
টেকনাফে ২ টি দেশীয় তৈরী বন্দুক ও রাউন্ড গুলি উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার সকাল ১১ টায় টেকনাফের বাহারছড়ার উত্তর শিলখালী এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া গুলির মধ্যে রয়েছে ২ টি দেশীয় তৈরী লম্বা বন্দুকসহ ২ রাউন্ড গুলি।
কক্সবাাজর কোস্ট গার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক আব্দুল্লাহ আল মারুফ জানান, ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিতির খবর পেয়ে পালিয়ে যায়। আর ওখানে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায় এসব অস্ত্র ও গুলি। এসব অস্ত্র-গুলি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।