কেন্দ্রীয় বায়তুশ শরফ আন্জুমানে ইত্তেহাদের তামাদ্দুনিক প্রতিযোগিতার হিফজুল কোরআন (১-১০ পারা) দিয়ে সূচনা হয়েছিল আনুষ্ঠানিকভাবে কৃতিত্বের। এরপর একে একে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া,বোয়ালখালি আল কোরআন একাড়েমি,হাটহাজারী আল্লামা সৈয়দ মঈনুদ্দীন আল ফারুকী ফাউন্ডেশনসহ নানা প্রতিষ্ঠান এবং সংগঠনের হিফজুল কোরআন (১-১৫পারা) প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রত্যেকটিতে কৃতিত্ব অর্জন করেছে চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের ০২ নং ওয়ার্ড়ের মাত্র নয় বছরের ইমরুল আলম সাবিত। সর্বশেষ ২২ ও ২৩ মার্চ বান্দরবন তাহ্ফিজুল কোরআন প্রচার সংস্থার উদ্দ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপি হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে শতকরা ৯৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে সে। তার পিতা হাফেজ মুহাম্মদ শহীদুল আলম চকরিয়া বায়তুশ শরফ কমপ্লেক্সের ইমাম। মাত্র পাঁচ বছর বয়সে মাতৃহারা সাবিতের পিতামহ মরহুম মাওলানা নুর মুহাম্মদ ছাবেরী এলাকার একজন উচ্চ শিক্ষিত আলেম ছিলেন। বড় চাচা মুহাম্মদ নুরুল আলম অগ্রণী ব্যাংক লিমিটেডের একজন কর্মকর্তা এবং ছোট চাচা তাওহীদুল ইসলাম নূরী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আইন বিভাগে অধ্যয়নরত ও স্থানীয় সামাজিক সংগঠন শাহারবিল উন্নয়ন ফোরামের সভাপতি।

এদিকে সাবিতের পিতা তার পুত্রের এই ধারাবাহিক কৃতিত্বের জন্য মহান আল্লাহর দরবারে শোকরিয়া এবং সাবিতের শিক্ষক হোফফাজুল কোরআন ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি ক্বারী হাফেজ আব্দুর রশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার পুত্র যেন কৃতিত্বের এই ধারাবাহিকতা অব্যাহত রেখে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও সফলতার সাক্ষর রাখতে পারেন তার জন্য সকলের আন্তরিক দোয়া চেয়েছেন। সাবিত ও তার বড় ভাই তাসনিমুল আলম সৌরভ বর্তমানে চট্টগ্রাম চরচাক্তাই হাজি বাদশা মিয়া হেফজখানায় অধ্যয়নরত।