মোহাম্মদ মিজানুর রহমান আজাদ, ঈদগাঁও :

জেলার সর্ববৃহৎ মুসলিম ধর্মাবলম্বীদের মিলন মেলা ইসলামাবাদ ইউছুপেরখীলের (৩দিন ব্যাপী) ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আজ বাদে আসর থেকে শুরু হচ্ছে। এ মাহফিলকে সফল করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে মাহফিল পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির শহিদু জানিয়েছেন। আজ ১ম দিনে তাফসীর পেশ করবেন রাজশাহীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ক্বারী আফতাব আহমদ। এছাড়া বিশেষ বক্তাদের মধ্যে মাওলানা এনামুল হক ইসলামাবাদী ও মাওলানা আবদুর রহমান আজাদ বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করবেন এজি লুৎফুল কবির আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছৈয়দ। ২য় দিনে প্রধান মুফাচ্ছির হিসাবে তাফসীর পেশ করবেন মাওলানা ইয়াহিয়া তাকি, ঢাকা। বিশেষ বক্তাদের মধ্যে বক্তব্য রাখবেন খুটাখালী তমিজিয়া মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা আবুল ফজল ও এজি লুৎফুল কবির আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষক এবং দক্ষিন খুদাইবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, তরুণ বক্তা মাওলানা বেলাল উদ্দীন আজাদ। এ দিনে সভাপতিত্ব করবেন আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল ইসলাম। সমাপনী দিন তথা ৩১ মার্চ শনিবার প্রধান মুফাচ্ছিরের তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছেরে কোরআন সাড়া জাগানো বক্তা মুফতি মাওলানা আমির হামজা, কুষ্টিয়া। বিশেষ বক্তার বক্তব্য রাখবেন জাতীয় মুফাচ্ছির পরিষদ কক্সবাজার জেলা সেক্রেটারী মাওলানা আবদু রহিম ও মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক ইউনুছ বিন নজির। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউছুপেরখীর সীরাত কমিটির সদস্য ও ব্যারিষ্টার নুরুল আজিম। সভাপতিত্ব করবেন সর্বজন শ্রদ্ধেয় স্যার ও ইউছুপেরখীল সীরাত কমিটির উপদেষ্টা মাষ্টার আমান উল্লাহ। মাহফিলে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে। উল্লেখ্য, প্রত্যেক দিন রাত ৮টার পরপরই প্রধান মুফাচ্ছির তাফসীর পেশ করবেন। উক্ত মাহফিলে ধর্মপ্রাণ সকলকে উপস্থিত থাকার জন্য পরিচালনা কমিটির সভাপতি শহিদু অনুরোধ জানিয়েছেন।